শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

4th October 2021 3:59 pm বাঁকুড়া
শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : - একশোর অধিক মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতের তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ । 

আবারও বড় সরো সাফল্য অর্জন করল বাঁকুড়া জেলা পুলিশ । সোমবার একশর অধিক উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিলো বাঁকুড়া জেলা পুলিশ । এর পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে একটি মোবাইল অনুসন্ধান অ্যাপ চালু করা হলো । এর ফলে সাধারণ মানুষরা ভীষণ ভাবে উপকৃত হবেন । আগামী দিনে যাদের মোবাইল হারিয়ে যাবে তাদের আর থানায় এসে লিখিত অভিযোগ জানাতে হবে না । ওই অ্যাপের মধ্যে সঠিক তথ্য দিয়ে সহজেই অল্প সময়ে মিসিং ডায়েরী করতে্পারবেন এবং পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধারণ মানুষদের মোবাইল হারিয়ে গিয়েছিল সেই মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হল সোমবার । মোবাইল ফিরে পেয়ে খুশি সকলেই । বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।  বাঁকুড়া পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , এই অ্যাপের মধ্য দিয়ে অল্প সময়ে সাধারণ মানুষ মিসিং ডায়েরি করতে পারবে এবং দ্রুততার সঙ্গে আগামী দিনে মোবাইল উদ্ধার করা সম্ভব হবে এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।